
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) নিজস্ব প্রতিনিধি :
সারা দেশের ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে উত্তাল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে বীরগঞ্জ প্রেস ক্লারের সম্মুখ সড়কে সর্বস্তরের ছাত্র সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী ধর্ষন বিরোধী ১টি মানববন্ধন অনুষ্ঠিত হয়।“চলো যাই যুদ্ধে,ধর্ষকের বিরুদ্ধে,বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠাই নাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনে অংশ গ্রহন করেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী সহ সর্বস্তরের ছাত্র-জনতা।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখে এস এস সি ব্যাচ ২০২০ অনিরুদ্ধ কুড়ি এর সাদমান খান, অভি ইসলাম, প্রীতম রায়, আবু সাইদ প্রমূখ। কর্মসূচীতে বক্তারা সারা দেশের ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির জোর দাবি জানান।তারা বলেন, প্রয়োজন হলে আইন সংশোধন করে হলেও ধর্ষকদের গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তী হলেই কেবল ধর্ষন বন্ধ হবে। এক্ষেত্রে এসিড নিক্ষেপের বিষয়টি ১টি জলন্ত উদাহরন।