
নিজস্ব প্রতিবেদক : দেশে ২ শতাংশের কম শেয়ার ধারণ করাতে ৯ টি কোম্পানিতে ১৭ জন পরিচালক পদাচিত ভাবে ঘোষণা দিলেন (বিএসইসি)।এমনকি পদগুলো শূন্য ঘোষণা করা ১৭ জনেরই পরিচালকের পদ গুলো আগামী ৩০ কার্যদিবসের মধ্যেই সংশ্লিষ্ট কোম্পানিকে পূরণ করতে বলা হয়। ২ শতাংশ অথবা তার চেয়েও বেশি শেয়ার আছে এ সকল শেয়ারহোল্ডারদের কে পরিচালকের পদটিতে নিয়োগ দিতে হবে।
ইটকেট লিমিটেড থেকে পদ হারালেন ৩ জন পরিচালক। ১). এটিএম মাহবুবুল আলম ২). সাদিকা মাহাবুব ৩). মো. আনিসুজ্জামান।
২ জন পরিচালক পদ হারালেন প্রভাতী ইন্স্যুরেন্স থেকে। ১). বদলুর রহমান খান ২), হাবিব ই আলম চৌধুরী।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স থেকে ২ জন পরিচালক পদ হারালেন । ১). শামিমা নাসরিন ২). দিলরুবা শারমিন।
তাছাড়া বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের সোহেল হুমায়ুন, ইস্টার্ন ইন্স্যুরেন্সের পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক পাইওনিয়ার ড্রেসেস, ইমাম বাটনের লোকমান চৌধুরী, পূরবী জেনারেলের মো. ইকবাল এবং ইউনাইটেড এয়ারের শাহিনুর আলম পরিচালক পদ হারালেন।