
নিজস্ব প্রতিবেদক : দেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানালেন, দেশে এই মহামারি এবং দুর্যোগের মাঝে শ্রমিকরা তাদের জীবনকে বাজি রেখে দেশের উৎপাদনের চাকাটি সচল রেখেও আজ তারাই যেন সবচেয়ে বেশি অবহেলিত । এমনকি শমিকদের মালিকপক্ষ এবং সরকার পক্ষ হতে শ্রমিকদেরকে তাদের প্রাপ্য অধিকার এবং মর্যাদা দেয়া হচ্ছে না । করোনার এই দুর্যোগের সময়ে সরকার শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে মালিকদের পাশে দাড়ালেন। তাদেরকে প্রণোদনা না দিয়ে সরকার কেন জানি মালিকদেরকে প্রণোদনা দিচ্ছে । এখানে যারা গায়ে গতরে খেটে খাওয়া শ্রমিক আজ তারাই প্রণোদনা থেকে অবহেলিত ।
গতকাল ২৫ সেপ্টেম্বর বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভাতে তিনি এ সব কথা জানালেন ।
ঢাকার সেগুনবাগিচাতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সচিব আবু হাসান টিপুর সভাপতিত্বে উক্ত অনুশ্ঠানের প্রতিনিধি সভাতে বক্তব্য রাখলেন শ্রমিক নেতা মাহমুদ হোসেন,ইমরান হোসেন, মো. আবু হানিফ, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম নেওয়াজ, আকবর খান , মোফাজ্জল হোসেন মোশতাক,মো. আল আমিন, নাঈম খান, , মো. রিয়েল আরো অন্যান্যরা।