
নিজস্ব প্রতিবেদক : দেশে এবার শিক্ষা টিভির মাধ্যমটি শিক্ষার্থীদের জন্য চালু করার উদ্যোগ নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। বিশ্বে মহামারি করোনার পরিস্থিতিতে শ্রেণি পাঠ্য চালু করতে সংসদ টিভিতে সম্প্রচারের পরে বাংলাদেশ বেতারেও সম্প্রচারের জন্য একটি উদ্যোগ নিয়েছেন। এ সময় শিক্ষা টিভির বিষয়টি বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।উক্ত কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর, (মাউশি), কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতরের ডিজিদের কে কমিটির সদস্য করা হয়।এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন জানালেন ‘শিক্ষা টিভি চালুর বিষয়টি নিয়ে সরকারের সাথে আলোচনা হচ্ছে।এ সময়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বাধীন একটি সভাও অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিব সভাতে উপস্থিত ছিলেন। উক্ত স্থানে শিক্ষা টিভি চালু সম্প্রকীয় আলোচনাটি হয় ।
তিনি আরো জানালেন, এই বিষয়টি সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে পারে সরকার।