
নিজস্ব প্রতিবেদক : বিশ্বে প্রাণঘাতী করোনার কারণে এই উদ্ভূত পরিস্থিতিতে কওমি মাদরাসাগুলো বাদে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর ছুটি বাড়ানো হয়। এ সময় আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আজ সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের উক্ত বিষয়টি নিশ্চিত করেন। গত আগের দফায় ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছিল ।