
জয়ন্ত রায়,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
৬ ডিসেম্বর বোচাগঞ্জ পাক হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় বিকেল বেলা প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আজ বাংলাদেশের মানুষ স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। আর একটি স্প্যান বসানো হলে পদ্মাসেতু দৃশ্যমান হবে ।
বঙ্গবন্ধু কোন সাধারণ ব্যক্তি নয়,তিনি আমাদের জাতির পিতা। তাই জাতির পিতাকে সম্মান দেখানোর জন্য অন্যান্য মুসলিম দেশের মতো আমাদের দেশেও ভাষ্কর্য তৈরি হবে। এই ভাষ্কর্য নিয়ে একাত্তরে পরাজিত শক্তিরা ভুল ব্যাখ্যা দিয়ে পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখনও স্বপ্ন দেখে।
আমরা দেখতে পাচ্ছি, আজকে ভাষ্কর্যের নামে তারা বঙ্গবন্ধুর ওপর আক্রমণ করতে চায়। ভাবতে অবাক লাগে, যেই বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শের উপর দাঁড়িয়ে আছে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেই বাংলাদেশের পতাকা সমগ্র পৃথিবীতে পতপত শব্দ করে উড়ছে।