Subscribe our Channel

দেশটির ভারতবর্ষে মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর পরিকল্পনা : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেক্স : দেশটির ভারতবর্ষে এবার  সকল মেয়েদের বিয়ের সর্ব নিম্ন বয়স নির্ধারণে ভারত এর কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি নতুন সিদ্ধান্ত ঘোষণা করবে বলে জানালেন দেশটির ভারতবর্ষের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।গতকাল একটি ভিডিও কনফারেন্সে এই বক্তব্য রাখার সময়  উক্ত কথাটি জানালেন ।

তিনি আরো জানালেন, মেয়েদের বিয়ের বয়স কত হওয়া দরকার সেটি সম্পর্ক  নিয়ে একটি জরুরী অঅলোচনা চলছে । দেশের
১৯২৯ইং সালে সারদা আইনের মাধ্যমে  মেয়েদের বিয়ের  সর্ব নিম্ন  বয়স ছিল ১৪  এবং ছেলেদের ১৮। ১৯৪০ইং এবং পরবতীতে ১৯৭৮ ইং সালে সেই আইনটি পরিবর্তনে আনা হয়। ১৯৭৮ ইং সালে বিয়ের ন্যূনতম বয়স মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ ঠিক করা হয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *