Subscribe our Channel

দেশটির তুরস্কের অর্থমন্ত্রীর পদটি থেকে পদত্যাগ করলেন  বেরাত আলবাইরাক 

আন্তর্জাতিক ডেস্ক :

দেশটির তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এর মেয়ের জামাতা বেরাত আলবাইরাক এবার অর্থমন্ত্রীর পদ থেকেপদত্যাগ করলেন । তার স্বাস্থ্যগত সমস্যার কারণে গতকাল তিনি পদত্যাগ করলেন বলে তার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত হতে পেড়েছি ।  বেরাত আলবাইরাক  ৫ পাঁচ বছর ধরেই দেশটিতে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। বেরাত আলবাইরাক (৪২) জানালেন তার স্বাস্থ্যগত সমস্যার কারণে দায়িত্ব চালিয়ে যেতে পারছে না। এই পদটি হতে তিনি নিজেই পদত্যাগেরসিদ্ধান্ত নিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *