
নিজস্ব প্রতিবেদক :
আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক ও বিশ্বের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনি। তবে এ কথাও জানিয়েছিলেন যে আইপিএল খেলবেন তিনি।
সে হিসেবে এবারের আইপিএলে অংশ নিয়েছিলেন ধোনি। কিন্তু পারেননি নিজের জাত চিনাতে এবারের আই পি এল এ। নিজেদের আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো সেরা চারে উঠতে পারেনি তারা। এবারের টুর্নামেন্ট শেষ করেছে পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে।