
ফাইল ফটো
মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর :
দিনাজপুর চিরিরবন্দরে সর্বাত্মক কঠোর লকডাউনের মধ্যে সেনাবাহিনীর সদস্যদের জন্য বরাদ্দকৃত রেশন হতে দুঃস্থ ও অসহায় জনাসাধারনের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার( ৮ জুলাই) দুপুরে চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই ত্রান সামগ্রী বিতারন করা হয় । ১৬পদাতিক ব্রিগেড এর অধিনস্থ ৩৬ বীর (রিয়ার) এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল ইমরান পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ত্রান সামগ্রী বিতারন করেন ।
সেনাবাহিনীর সদস্যদের টহল অব্যাহত থাকার পাশাপাশি গ্রামের প্রত্যান্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষ যারা এই কোভিড-১৯ মহামারির মধ্যে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে এই ত্রান সামগ্রি বিতারন করা হয় । এই সময় সেনাবাহিনীর অন্যান্য সদস্য দের উপস্থিতিতে এই ত্রান সামগ্রি হাতে তুলে দেয়া হয় ।
উপকারভোগী ফিরোজা বেগম বলেন , কয়েক দিনের লকডাউনে আমরা কর্মহীন হয়ে পড়েছি । পরিবার পরিজন নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে । এই সময় আমাদের দেশের সেনাবাহিনীর সদস্যদের রেশনের বরাদ্দ থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন । আমরা তাদের নিকট কৃতজ্ঞ। মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর।