
মো : তানভীর রহমান, নিজস্ব প্রতিবেদক :
এ সময়ে নির্বাচন এলাকাতে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আজ ১৭ অক্টোবর সকাল ৯টা হতে ভোটগ্রহণ চলছে।ভোটগ্রহণটি চলবে বিকেল ৫টা পর্যন্ত। ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে এই আসনে ভোটগ্রহণ চলছে।
আসনটির মাতুয়াইলের মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টার সময় দেখা যায়, এখানে ভোটগ্রহণ চলছে, তবে ভোটারের উপস্থিতি ছিল খুব কম। সেখানকার কেন্দ্রের ভেতরে অনেকটাই নিরব পরিবেশ। ১ থেকে ২ জন করে ভোটার এসে তাদের স্বাধীন মতে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
এ সময় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেটিতে সকাল ৯ :১৫ সময় ভোট দিলেন আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু। নেখানের ভোট কেন্দ্রের আশপাশে তার নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এমনকি দলের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ ৯ :৪৫ সময় ভোটকেন্দ্রে আসলেন ।