
নিজস্ব প্রতিবেদক : ঢাকার রাজধানীর যাত্রাবাড়ী এলাকাতে চার হাজার ইয়াবা এবং আবু তাহের (৪২) নামে এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ কোতয়ালী জোনাল টিমটি।
গতকাল ১০ সেপ্টেম্বর বিকেলের দিকে যাত্রাবাড়ী থানাতে শনির আখড়ার এলাকাতে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করলেন।
সুতরাং কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ জানালেন , গ্রেফতারকৃত আবু তাহের বহুদিন ধরেই নানা কৌশলে কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা রাজধানী সহ বিভিন্ন জায়গাতে বিক্রি করে আসছিলেন । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানাতে মামলা হয়।