নিজস্ব প্রতিবেদক : দেশের (ডিএসসিসি) এবার অযান্ত্রিক জনিত সকল প্রকার যানবাহন গুলো যেমন-ঠেলাগাড়ি, রিক্সা, ভ্যান, ঘোড়ার গাড়ির নিবন্ধন এবং নবায়নের আবেদনের কার্যক্রমটি শুরু করেন ।
আজ ১৩ সেপ্টেম্বর সকালের দিকে নগরভবনে এলাকাতে এসকল অযান্ত্রিক যানবাহনগুলোর আবেদনের কার্যক্রমটি উদ্বোধন করলেন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
জানা যায় , ডিএসসিসির অধিনস্ত এলকাতে চলাচলকৃত অযান্ত্রিক যানবাহনগুলো নিবন্ধনের আওতাতে আনতে সিদ্ধান্ত নিয়েছেন সংস্থাটি। এমনকি নিবন্ধন গ্রহণকরা আগ্রহীগনেরা ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি, রিকশা, টালিগাড়ি, ঘোড়ার গাড়ি অর্থাৎ অযান্ত্রিক জনিত সকলপ্রকার যানবাহনগুলোর মালিকদেরকে নিবন্ধনকরে নবায়নেএবং মালিকানা পরিবর্তনের জন্য নিয়ম অনুসারে করতে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে ।