Saturday, 15 March 2025, 10:19:13 pm

Subscribe our Channel

ঠাকুরগাঁওয়ে প্রতারনার অভিযোগ উঠেছে শাহনেওয়াজ বাপ্পীর বিরুদ্ধে

এমদাদুল ইসলাম ভূট্টো, নিজস্ব প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে আল্লার দান এন্টার প্রাইজের মালিকের বিরুদ্ধে দরিদ্র মানুষের কাছ থেকে টুকটুকি অটো চার্জার দেয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে প্রতারনার অভিযোগ উঠেছে। ওই প্রতিষ্ঠানের মালিক শাহনেওয়াজ বাপ্পী মুসলিমনগর মহল্লার মৃত ইরফান বিহারির ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেলসারা ঝুলিবস্তি গ্রামের সুমন রানা ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কে আল্লার দান এন্টার প্রাইজের মালিক শাহনেওয়াজ বাপ্পীর কাছে শর্তসাপেক্ষে টুকটুকি অটো চার্জার ক্রয় করার জন্য ওই প্রতিষ্ঠানের মালিককের সাথে টুকটুকি অটো চার্জার মুল্য নির্ধারণ করে ৫০ হাজার টাকা আগাম পরিশোধ করে। যার প্রেক্ষিতে গত ২৭ অক্টোবর সুমনকে প্রতিষ্ঠানটি টুকটুকি অটো চার্জার ডেলিভারি দেয়ার কথা। কিন্তু টাকার নেয়ার পর হতে তালবাহানা শুরু করে। আজকে দেব, কালকে দেব বলে বার বার ফিরিয়ে দেয়। পরে উপায় না পেয়ে গত ২৯ তারিখ ঠাকুরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

সুমন কেঁদে কেঁদে জানায় টাকা নেয়ার পর থেকে আমাকে প্রতিদিন সকালে আসতে বলে। প্রতিষ্ঠানের মালিকের কথা অনুযায়ী গত কয়েকদিন ধরে ৪০ কিলোমিটার দুরত্ব থেকে এসে রাত ১০টা পর্যন্ত খেয়ে না খেয়ে বসে থাকি কিন্তু ২৯ তারিখ আমাকে বলে তোমার এলাকা মানুষের কাছে টাকা পাই তাদের নিয়ে আসো তাহলে তোমাকে টুকটুকি অটো চার্জার দেয়া হবে। তা না হলে তুমি কিছুই পাবে না।

পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন আল্লার দান এন্টার প্রাইজের মালিক শাহনেওয়াজ বাপ্পীর নামে একাধিক অভিযোগ আছে।

জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক জাবেদ আলী বলেন বিষয়টি নিয়ে আল্লার দান এন্টার প্রাইজের মালিকের সাথে কথা বলি কিন্তু সে আমাদের সাথে অসম্মান করে কথা বলে। পরে সুমনকে আইনের আশ্রয় নেয়ার কথা বলি। একই কথা বলেন সাংগঠনিক সম্পাদক আলা উদ্দীনসহ অনেকে।

আল্লার দান এন্টার প্রাইজের মালিক শাহনেওয়াজ বাপ্পীর সাথে কথা বললে তিনি জানায় আমি ওই এলাকার মানুষের কাছে টাকা পাবো। তাদের নিয়ে না আসলে তাকে টুকটুকি অটো চার্জারও দেয়া যাবে না এবং টাকাও ফেরত দেয়া যাবে না।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন থানায় অভিযোগ পেয়েছি। অবিলম্বে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *