
নিজস্ব প্রতিবেদক :
সবাই বলে জন্মদিনে কি উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা পাওয়া আমার মা। অপু বিশ্বাস তার জন্মদিনের সবচেয়ে বড় গিফট হিসেবে তার মায়ের হাতের পায়েস আর তার আশির্বাদকই মনে করেন। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে। তিনি আরো বলেছেন, ভাবতেও পারিনি এমনটা হবে’ মাকে ছাড়া জন্মদিন পার করতে হবে।
ঢালিউড কুইন খ্যাত এই নায়িকার জন্মদিন আজ । জন্মদিনে মায়ের স্মৃতিতে কাতর হয়ে গেছেন।, ‘তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা’ ফেসবুকে অপু মায়ের জন্য আরও লিখেছেন।