
মুহম্মদ তরিকুল ইসলাম প্রতিবেদক : পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ সরকারের সকল উন্নয়ন প্রকল্পের জনবল রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন পঞ্চগড় জেলা প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর ফোরাম কমিটি।
স্মারকলিপিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়।আবেদনে উল্লিখিত হয়
“আমরা সরকারের উন্নয়ন প্রকল্পে ৫-২০ বছরের অধিক সময় ধরে কাজ করেও প্রকল্প শেষের সাথে সাথে আমরাও নিঃশেষ হয়ে যাই যার কারণে পরিবার পরিজন নিয়ে নিঃস্ব হয়ে অমানবিক জীবন যাপন করা ছাড়া আর কোন উপায় থাকে না।”
তাই প্রকল্পের কর্মীদের সরকারের উন্নয়নে অবদান, তাদের বর্তমান অমানবিক জীবন, চাকরির অনিশ্চয়তা, ভাগ্যের চরম নির্মমতা থেকে মুক্তি পেতে মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন এবং মুজিব বর্ষে সবার ভাগ্যের উন্নয়ন ঘটবে বলে উপস্থিত সকল কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।