সি পি সি-১ (চাঁপাই নবাবগঞ্জ), র্যাব-৫ রাজশাহী ৯,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃসামির হোসেন ওরফে কালু (১৯)কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করে তা কে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংস করতে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী অবৈধ ভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদক দব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার বোধ কল্পে মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৩রা অক্টোবর বেলা তিন ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের সোনাপুরে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ৯,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সামিরহোসেন কালু (১৯) কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সিপিসি-১ র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জানানো হয়, মাদক ব্যবসায়ী মোঃসামির হোসেন ওরফে কালু শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাকস্ট্যান্ড এলাকার মোঃসাইদুল হকের ছেলে।