
নিজস্ব প্রতিবেদক : দেশে এখন থেকে গ্রাম এবং শহরের মধ্যে ডিজিটাল বৈষম্য দূর করতে সকলের জন্য সমান ভাবে সুযোগ সৃষ্টির জন্য কাজ শুরু হয়েছে ।জানালেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
গতকাল ২৪ সেপ্টেম্বর রাতে ঢাকাতে ওয়েবিনারে ইয়ুথ এমপাওয়ারমেন্ট ফেসিলিটেশন-গ্লোবাল এ আয়োজিত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তার মুখে এ কথা জানা যায় । আজ সকালে মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানা যায় ।
মন্ত্রী তরুণ সমাজকে ডিজিটাল যুগের একজন যোগ্য সৈনিক হিসেবে গড়ে তুলতে সরকারের সাথে শিক্ষক-অভিভাবক সহ সংশ্লিষ্ট বেসরকারি সকল প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানালেন।
উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর অধ্যাপক হাফিজ মোহাম্মদ হাসান বাবু, সিটিও ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার, ইয়ুথ এমপাওয়ারমেন্ট ফেসিলিটেশনের সভাপতি কাজী হাসান রবিন এবং শিক্ষার্থী ফাতিমা নাহিদ বক্তব্য দিলেন।