
নিজস্ব প্রতিবেদক : দেশে আজ বিএনপি ভুগছে নানামুখী রাজনৈতিক সমস্যাতে । দেশে কোন এক সকয়কালের বেশ জনপ্রিয় দলটি এখন হতাশার দার প্রান্তে এলোমেলো ভাবে পড়ে অঅছে। এর মধ্যেই গুঞ্জনের তুঙ্গে বিএনপির মহাসচিব পদের পরিবর্তনে। অনেকেই বলাবলি করছে , যত দ্রুত সম্ভব মহাসচিবের পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাখবে না । এই মহাসচিবের পদে আনা হবে, তারেক রহমানের অনুগত কাউকে হয়তোবা। এমনকি কেউবা এই গুঞ্জনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে জানালেন।
দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলে জানা যায়, মহাসচিব পদটির পরিবর্তন এই গুঞ্জনটি তৃণমূল পর্যায়ে পৌঁছে যায়। তবে দলটিতে নতুন ভাবে মহাসচিব কে হতে পারে, মির্জা ফখরুল এবং তার শুভাকাঙ্ক্ষীদের সাথে আলোচনা করেছেন মহাসচিব পদে থাকা, না থাকার বিষয়ে। তিনি কি আপোষেই এ পদ থেকে পদত্যাগ করবেন কি-না, সে বিষয়েও চলছে আলোচনা ।
তৎকালীন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ২০১১ ইং সালের ১৬ মৃত্যুর কয়েকদিন পরেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি আরব সফরে যাওয়ার সময় ফখরুলকে দলের মহাসচিবের কাজ করার দায়িত্ব দেন। এমনকি সেই সময় কালে দলের সিনিয়র নেতাদের একটি অংশের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি জন্ম দেয়। সিনিয়র নেতাদের অনেকে প্রকাশ্যেই ভারপ্রাপ্ত মহাসচিব পদে ফখরুলের বিরোধিতা শুরু করেন। দলটিতে গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিব পদ নেই তবু ওফখরুল প্রায় ৫বছর সেই ভারপ্রাপ্ত মহাসচিব হয়েই দায়িত্ব পালন করেন ।
২০১৬ ইং সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৩০ মার্চ খালেদা জিয়ার একক সিদ্ধান্তে ‘ভারমুক্ত’ হয়ে পূর্ণাঙ্গ মহাসচিবের পদে আসেন মির্জা ফখরুল।