Subscribe our Channel

খাবার অর্ডারে ব্র্যাক ব্যাংক দিচ্ছে ১০ শতাংশ ক্যাশব্যাক

ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ড হোল্ডাররা অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা এবং হাংরিনাকি অর্ডার করে পাবেন ১০ শতাংশ ক্যাশব্যাক।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ক্যাম্পেইনটি ১৫ জুলাই থেকে শুরু হয়ে চলবে ঈদ-উল-আজহা পর্যন্ত।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন এ ক্যাম্পেইনের আওতায় ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডহোল্ডাররা ফুডপান্ডা এবং হাংরিনাকিতে অ্যাপ ব্যবহার করে খাবার অর্ডার করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। ক্যাম্পেইন চলাকালে একজন প্রাইমারি ক্রেডিট কার্ডহোল্ডার সর্বোচ্চ এক হাজার টাকা ক্যাশব্যাক পেতে পারেন।

ব্র্যাক ব্যাংকের একজন ভিসা ক্রেডিট কার্ডহোল্ডার যতবার চাইবেন, খাবার অর্ডার করে ক্যাশব্যাক নিতে পারবেন। ক্যাম্পেইন শেষ হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে ক্যাশব্যাকের অর্থ কার্ডহোল্ডারের অ্যাকাউন্টে জমা হবে।

অফারটি সাপ্লিমেন্টারি কার্ডহোল্ডারদের জন্যও প্রযোজ্য। তবে প্রাইমারি ও সাপ্লিমেন্টারি কার্ড থেকে লেনদেনে সম্মিলিতভাবে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক প্রযোজ্য হবে।

ক্যাম্পেইনের বিস্তারিত ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে: Brac Bank

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *