
নিবস্ব প্রতিবেদক :
আজকাল, ধর্ষণ, নিপীড়ন-নির্যাতন, উত্ত্যক্তকরণ- হঠাৎ করেই অনেক বেড়েই চলেছে। কয়েকদিনের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছে মানুষের হৃদয়। প্রতিবাদে জেগে উঠতে শুরু করেছে সমাজ। নারীদের সুরক্ষা নিয়ে দাবিতে এখন রাস্তায় রাস্তায় মানুষ। স্লোগান, বক্তব্য আর লেখনিতেপ্রতিবাদ চলছে বিভিন্ন অবস্থান থেকে।
মেয়েরা প্রয়োজনে বাইরে গেলে এখন ঘরে অস্থিরতায় সময় পার করেন অনেক বাবা-মা।এমন অবস্থায় কী ভাবছেন দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবকরা? তারা বলছেন যে খেলাধুলার চেয়ে আগে মেয়েদের সুরক্ষা জরুরি।