Subscribe our Channel

কৃষি এবং বন্যার্তদের মাঝে পুনর্বাসনের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান :মেনন

নিজস্ব প্রতিবেদক : দেশে বন্যার হওয়ার পরে কৃষিএবং বন্যার্তদের মাঝে পুনর্বাসনের ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানালেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।গতকাল ১২ সেপ্টেম্বরে গাইবান্ধার জেলাতে জাতীয় কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের যৌথ বর্ধিত সভাতে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই আহ্বানটি জানালেন।মেনন জানালেন , তিস্তার পানি বৃদ্ধিতে, নদীর ভাঙনে , নদী খনন করে এমনকি নদীর পাড়ে বাঁধাই করাসহ তিস্তা সহ সরকার যে প্রকল্পটি প্রণয়ন করেছেন, সেটি অবশ্যই বাস্তবায়নের দাবির জন্য উত্তরাঞ্চল গুলোর কৃষক সহ খেতমজুরদের কে ঐক্যবদ্ধতা এমনকি সংগঠিত বদ্ধ হতে বলা হয়েছে ।রংপুর বিভাগীয় গাইবান্ধাতে জেলা কৃষক সমিতির সভাপতি মোছাদ্দেক আহমেদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভাতে জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ বক্তব্য রাখলেন।উক্ত আলোচনাতে অংশ গ্রহন করলেন গাইবান্ধা জেলার কৃষক সমিতির সাধারণ সম্পাদক প্রনব কুমার চৌধুরী, গাইবান্ধা জেলার খেতমজুর সভাপতি বীরেন সরকার, কৃষক সমিতির সহ-সভাপতি এ্যাড. আশরাফ, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক মিলন কান্তি বর্মণ, উক্ত আলোচনাতে  শুভেচ্ছা বক্তব্য দিলেন জেলা যুব মৈত্রী সভাপতি মাসুদুর রহমান সহ আরো অনেকেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *