Subscribe our Channel

কীভাবে সুখী হতে পারবো!

নিজস্ব প্রতিবেদক :

 

অভিনয়ের স্থানে অপরজন গায় গন । এই প্রেক্ষাপটে উন্নত শহরে বেড়ে উঠা এক জীবন অপর একজনের গ্রামে জীবনের সাথে জড়িয়ে সবুজ ঘাঁসের সাথে বেড়ে উঠা জীবন তার ।

 

এমনকি খুব সাদার চামড়া অপর একজনের রং অনেকটাই কালো  আরো না বললেই হয়না সকলেই চায় আমার জীবনের সাথীটি থাকবে আমার স্ত্রী বয়সে ছোট এই জীবনে ঠিক বিপরীতটি যখন ঘটে তখনই বা কেমন লাগে :

 

* মনে রাখতে হবে সকল সম্পর্কের মধ্যে ভয় হচ্ছে  বিশ্বাস স্থাপনা। তাই একটু হলেও প্রিয় মানুষটির উপর বিশ্বাস রাখার চেষ্টা করুন

 

*একে অপরকে কিছু সময় ছাড় দিতে হবে এমনকি কিছু সময় নিজের মতো করে  একে অপরকে রাখার চেষ্টা করুন তাহলেই নিজের জন্য হলেও কিছু সময় পাবেন

 

* দুজনের ক্ষেত্রেই একে অপরের প্রতি  শ্রদ্ধাবোধ  দরকার । এই শ্রদ্ধাবোধ থেকে উঠে আসে বয়সকে নয় বিশি গুরুত্ব দিতে হবে সম্পর্ককে

 

* এসময় খুব বেশি খেয়াল রাখতে হবে রাগ এবং অভিমানই হচ্ছে সবচেয়ে বড় শত্রু

 

* এই সম্পর্কে র মাঝখানে অনেক সময় নিজের পছন্দের চেয়ে সঙ্গের সাথিটির পছ্দকে বেশি প্রাধান্য দিয়ে থাকবেন

 

*একটা জিনিস বিশেষ করে খেয়াল রাখতে হবে বিপরীত মেরুর মানুষদেরও কিছু না কিছু মিল থেকেই যায়

 

* আপনাদের চলার পথের যে জীবনটি আছে সেটি একে অপরের সুখের সাথে জড়িয়ে ধরে রাখুন,

 

তবেই নিজেদের মধ্যে বয়স থেকে শুরু করে আর কোন পার্থক্যই থাকবে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *