
খেলাধুলা প্রতিবেদক : করোনা কালিন পরিস্থিতি এমনকি আন্তর্জাতিক ফ্লাইট চলার বিধিনিষেধ থাকাতে বেশ কয়েকটি দলের খেলার ভেন্যুই ঠিক করতে পারলেন না এএফসি। সেই কারণেই ২০২০ ইং সালের এএফসি কাপটি বাতিলই করে দিলেন এশিয়া ফুটবলের সেই অভিভাবক সংস্থাটি।তবে অক্টোবরেতে বসুন্ধরা কিংসটি মালদ্বীপ সফরটির পরিকল্পনা করছেন । যেই ২টি দলের বিপক্ষে ৩টি ম্যাচ বাকি আছে বসুন্ধরা কিংসের সেই টিসি স্পোর্টসেএমনকি মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের সাথে ২টি প্রীতি ম্যাচ খেলবে তারা।