
নিজস্ব প্রতিবেদক :
১৪টি শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘১০-১০’ দেশীয় অনলাইন শপিং উৎসব ‘দেশের টাকা দেশেই থাকুক’ এই স্লোগানে । গতকাল উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার
তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা ইতিমধ্যে ৪র্থ শিল্প বিপ্লবে প্রবেশ করছি। সকল ব্যবসা আমরা একদিন ডিজিটাল কমার্সে রূপান্তরিত করতে পারবো’।
তিনি আরও বলেন, ‘ ১০-১০ অনলাইন শপিং উৎসব ই-কমার্সের অগ্রগতিতে অনেক ভূমিকা রাখবে। আজ এই চ্যালেঞ্জ আগামীতে সফলতায় পরিণত হবে’।