
নিজস্ব প্রতিবেদক : দেশে কয়েকদিনের টানা বর্ষণের ফলে নষ্ট হয়েছে স্থানীয় সবজি ও ক্ষেতগুলো। এমনকি বন্যার কারণে বন্ধই বলা চলে উত্তরাঞ্চলের সবজি সরবরাহটি। মুলত এই দুইটি কারণেই বেশি দামে বেড়েছে চট্টগ্রামের কাঁচাবাজার গুলো। ধারনা করা হচ্ছে গত দুই সপ্তাহ ধরেই বাড়তি দামেতে বিক্রি হচ্ছে সকল ধরনের সবজিগুলো। কাঁচা মরিচ কেজিতে ২ শত অথবা তার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে ।
সরেজমিনে দেখা গেল আজ ২৮ আগস্ট সকালবেলাতে নগরির বহদ্দারহাট কাঁচাবাজারে দেখা গেল গত সপ্তাহের মতোই এই সপ্তাহে সকল ধরনের সবজিগুলো বাড়তি দামে বিক্রি করছে। এতে করে বেড়েছে ডিমের দাম তবে মাছের দামটি রয়েছে তুলনামুলক দামে। এমনকি অপরিবর্তিত রয়েছে মুরগী এবং গরুর মাংসের দামটি।