Subscribe our Channel

এবার রক এর তরুণ জীবনের গল্পে

বিনোদন ডেক্স : খ্যাতি সম্পূর্ন হলিউডের অন্যতম  ব্যস্ততম একজন  অভিনেতা যার নাম ডোয়াইন জনসন। তিনি কয়েক দিন আগে মাএ মহামারি করোনা হতে মুক্তি লাভ করেই আবারো সুস্থ হওয়ার কয়েকদিন পরেই শুরু করলেন নেটফ্লিক্স প্রযোজিত রেড নোটিশ সিনেমার শুটিংটি।

এই সময়  সংবাদগুলো মাঝেই আবারো একটি চমক নিয়ে হাজির হয় দ্য রক। সুতরাং তার এই তরুণ বয়সের জীবনের উপর নির্ধা রন করে অনলাইনের প্লাটফর্ম এনবিসি ‘ইয়ং রক’ নামক একটি টিভি সিরিজ নির্মাণ হচ্ছে ।

সর্ব টরি তার মায়ের ভূমিকাযতে অভিনয়ে আতা জনসন ও বাবার ভূমিকাযতে জোসেফ লে. অ্যান্ডারসন।ে

এমনকি এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন ডোয়াইন জনসন ও নাহনাচকা খান। পরিচালক হিসেবেও  নাহনাচকা খান। সিরিজটির প্লট রচনা করেছেন জেফ চিয়াং পাইলট।

এটি নির্মাণের জন্য সম্প্রচার সংস্থা এনবিসি হতে ১১টি এপিসোডের অনুমতি পেয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *