
আন্তর্জাতিক ডেক্স : মহামারি করোনার আক্রান্তে ২ দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প থেকেই শেষ নয় আশপাশের অনেকেই এই মহামারি করোনা ভাইরাসটিতে আক্রান্ত হয়। গনমাধ্যম সিএনএন জানালেন, সেখানকার হোয়াইট হাউসে ট্রাম্পের আনুমানিক ১২ জনই করোনায় আক্রান্ত হয়েছে এতে করে তার প্রশাসন অনেকটা বেহাল দশাতে পড়েছে ।
দেশটির হোয়াইট হাউসের উপদেষ্টা এবং ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা হোপ হিকস করোনায় সংক্রমিত হয়ে ১ দিন পর গত ১ অক্টোবর ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের দেহে করোনার সংক্রমণ শনাক্ত পাওয়া গেছে। তখন থেকেই ট্রাম্পের আশপাশের মানুষদের করোনা শনাক্তের পর সংখ্যাটি ক্রমেই বেড়ে চলছে ।