Subscribe our Channel

এবার জাতীয় দল এবং এইচপির ক্রিকেটারদেরকে সাথে করে টুর্নামেন্ট আয়োজন

 খেলাধুলা প্রতিবেদক : এমনও হতে পারে, আগামী ২৭ সেপ্টেম্বর টাইগারা আর শ্রীলঙ্কা যাওয়ার সিদ্ধান্তটি আর হচ্ছে না। দেশটির কলম্বোতে যাওয়াকে কেন্দ্র করে  আজ ২৫ সেপ্টেম্বর ক্রিকেটার, কোচিং এবং সাপোর্টিং স্টাফদের করোনা টেস্ট করানোর কথা ছিল, সেটাও আর হবে না ।অপরদিকে এমতাবস্থায় করোনা ইস্যুতে লঙ্কান সরকার, তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সেনাবাহিনীর পরিচালনায় টাস্কফোর্স ফের হয়তো কঠোর অবস্থান হয়ে দাড়িয়েছে । শ্রীলঙ্কায়তে কোন দেশ থেকে আসা মানুষদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা বাধ্যতামূলক নিয়ম হয়েছে । তবে হিসেব করে দেখা গেল  করোনার কারণে এবং কোয়ারেন্টাইনের  জটিলতার জন্য টাইগারদের শ্রীলঙ্কাতে যাওয়াটার সম্ভাবনা অনেকটা কম । একান্ত বিশ্বস্ত সূত্রের জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরেও শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাওয়া নিয়ে চিন্তায় দাড়িয়েছে বিসিবির । তবে বিসিবি এর সভাপতি নাজমুল হাসান পাপন গত ১৪ সেপ্টেম্বর জানিয়েছেন, দেশটির শ্রীলঙ্কা সফরটি বাতিল হলে ঘরোয়া ভাবে ক্রিকেট চালুর উদ্যোগ নেয়া হবেে এমনকি ক্রিকেটাররা যেন মাঠে পূনরায় আসতে পারে, সেই ব্যবস্থাই নেয়া হবে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *