Subscribe our Channel

এবার ইন্সটাগ্রামে নতুন ১০টি আকর্ষন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেক্স : এবার ফেসবুক এর উদ্যোগের ইন্সটাগ্রামে যুক্ত হয় ফের নতুন ১০টি  আকর্ষন । তবে প্রাথমিক ভাবে কয়েকটি দেশে  ব্যবহারকারীরাই সেই আকর্ষনকৃত ফিচারটি ব্যবহার করতে পারবেন।

সূএমতে ইন্সটাগ্রাম জানালেন, এটি ইন-অ্যাপ আপডেট। যখনই ব্যবহারকারীদের নতুন আকর্ষনীয় ফিচার গুলোতে যুক্ত হবেন তখন অ্যাপের মধ্যে একটি পপ-আপ স্ক্রিন দেখা যাবে। ইচ্ছে করলেই ব্যবহাকারি তখনই অ্যাপটি আপডেট করে নিতে পারেন কিংবা পরবর্তীতে ও করতে পারেন।

*ক্রস-অ্যাপ যোগাযোগ হবে :

এতে ইন্সটাগ্রামেএবং মেসেঞ্জার ইন্টিগ্রেশনের প্রধান সুবিধাটি মেসেঞ্জারের মাধ্যমে বন্ধুদের ইন্সটাগ্রাম থেকে মেসেজ দেয়া ।  এমনকি পূনরায় ইন্সটাগ্রামের বন্ধুদেরকে মেসেঞ্জার হতে মেসেজ করা যাবেে ।  এমনকি শুধু মেসেজই নয়, একইভাবে ভিডিও কলটিও করা যাবে।

*ওয়াচ টুগেদার নামে :

এই বছরে ইন্সটাগ্রাম কো-ওয়াচিং ফিচার উন্মুক্ত করেন। তবে ইন্সটাগ্রাম এমনকি মেসেঞ্জার ব্যবহারকারীদের কাছেই এই ফিচারটি আছে । এর সাহায্যে ইউজাররা ভিডিও কল চলাকালীন অবস্থাতে ফেসবুক, আইজিটিভি, টিভি শো ভিডিও একই সাথে দেখতে পারবেন। উক্ত ইন্টিগ্রেশনের সাহায্যে  রিলসও একসাথে দেখা যাবে।

*ভ্যানিশ মোড নামে :-

উক্ত  ফিচারের দিয়ে মেসেজ পড়ার পর মেসেজ ডিলিট হয়ে যাবে। নিজ ইচ্ছা ভাবেই আপনি এটি সেটিং করতে পারবেন।

সেলফি স্টিকার নামে :-

নিজে ইচ্ছে করলেই  নিজের সেলফি দিয়ে বুমেরাং স্টিকারটি তৈরি করতে পারেনিএমনকি অ্যাপে শেয়ার করতে পারেন।

*চ্যাটের রং নামে:-

আপনার  মেসেঞ্জারে বহু মানুষের চ্যাটের জন্য আলাদা  রঙ বেছে নেওয়া যায়। এমনকি সেই ফিচারটি ইন্সটাগ্রামে পাওয়া যাবে।

*কাস্টম ইমোজি রিঅ্যাকশন নামে :-

যদি আপনি চান নতুন মেসেঞ্জার রিঅ্যাকশন দিয়ে মেসেজের উপর রিঅ্যাক্ট করতে পারেন। এবং গো-টু ইমোজি বেছে নিয়ে শর্টকাট উপায়ে অনেক তাড়াতাড়ি মেসেজের উপর রিঅ্যাক্ট করতে পারেন।

*ফরোয়ার্ড করা নামে :-

ইচ্ছে করলেই আপনি ইন্সটাগ্রামের মেসেজ ফরোয়ার্ড করতে পারেন। এবং সর্বাধিক ৫ বন্ধু এবং গ্রুপে মেসেজ ফরোয়ার্ড করতে পারবেন।

*রিপ্লাই দেওয়া নামে :-

বহু মেসেজ আলাদা করে রাখতে পারবেন ।

*অ্যানিমেটেড মেসেজ এফেক্ট নামে :-

আপনি যদি রঙিন চ্যাট পছন্দ না হয় তাহলে অ্যানিমেটেড মেসেজ এফেক্ট দিয়ে মেসেজটির সাথে “visual flair” যোগ করতে পারেন।

*গোপনীয়তা নামে :-

কে আপনাকে মেসেজ পাঠাচ্ছে তা সহজেই বেছে নিতে পারবেন  এবং ইচ্ছে করলেই যে কাউকেই  ব্লক মারতে পারবেন।

*মেসেজ রিপোর্ট করা নামে :-

উক্ত ইন্সটাগ্রামে আপনি অবশ্যই মেসেজ রিপোর্ট করতে পারেন। এমনকি সাথে সাথে এখন সম্পূর্ণ চ্যাটও রিপোর্ট করা যাবে। এ  সকল বিষয়ে নতুন ভাবে Accounts Center-এ বিস্তারিত তথ্যজানা যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *