Subscribe our Channel

এফডিসির নতুন ভবনে সংরক্ষণ করা হবে গাজীর সৃষ্টিকর্ম: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন বাংলা গানের কিংবদন্তি গীতিকার, সুরকার এবং চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। রোববার (৪ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেন তিনি।আজ (৫ সেপ্টেম্বর) তাকে সমাহিত করা হবে। শেষ শ্রদ্ধা জানাতে দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ নিয়ে আসা হয়েছে এফডিসিতে। এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও এফডিসি কর্তৃপক্ষসহ চলচ্চিত্র অঙ্গনের মানুষরা।শ্রদ্ধা জানান পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ গণমাধ্যমকে বলেন , এফডিসির নতুন ভবনে একটি জায়গা রয়েছে। সেখানে দেশের গুণী শিল্পী, গীতিকার, সুরকারদের সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে।
সেখানেই গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিও সংরক্ষণ করা হবে।মন্ত্রী বলেন, গাজী মাজহারুল আনোয়ার ছয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি বেঁচে থাকলে দেশের সংস্কৃতাঙ্গন আরও সমৃদ্ধ হতো।দুপুর ১টা থেকে এফডিসিতে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এর পর হবে প্রথম জানাযা। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে হবে দ্বিতীয় জানাজা। বনানীতে হবে গাজী মাজহারুল আনোয়ারের দাফন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *