Subscribe our Channel

দীর্ঘ প্রতিক্ষার পর আবারও উপস্থাপনায় ডাক পেয়েছেন নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদকঃ

নিজের ক্যারিয়ার উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ‘আশিকী’ সিনেমার মধ্য দিয়েই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এই অভিনেত্রী। সিনেমা মধ্য দিয়েই বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ঢালিউড তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন বাংলার বুকে। তিনি বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করছেন অনেকদিন থেকেই।

 

 

আজকাল দেখা যায় নুসরাত ফারিয়া চলচ্চিত্রের অভিনয়েই বেশি করছেন। রিসেন্ট নুসরাত ফারিয়ার ‘যদি কিন্তু তবু’ সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতীয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম জি ফাইভে। এই সিনেমায় ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন অপূর্ব। কিছুদিন ধরে করোনার কারণে ঘরবন্দী রয়েছেন তিনি সহ আরো অনেকেই। পাশাপাশি নতুন সিনেমার প্রস্তুতিও নিচ্ছেন।

 

দীর্ঘদিন পর ফের উপস্থাপনায় দেখা যাবে তাকে। ‘কুইক রেসিপি’ নামের অনুষ্ঠানটির উপস্থাপনায় দেখা যাবে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *