
নিজস্ব প্রতিবেদক : দেশে দুই দফাদে সরকার আলুর দাম বেঁধে দেয়ার পড়েও বাজারে সরকারের নির্দেশনার কোন প্রতিফলন দেখা যাচ্ছে না। প্রথমে দফাতে খুচরা পর্যায়ে আলুর কেজি সর্বোচ্চ ৩০ টাকা এবং পরবর্তী দফাতে ৩৫ টাকা বেঁধে দেয়া হয়।এই দফাতেও ভোক্তারা কেজিতে কোন মতেই ৪৫ টাকার নিচে কিনতে পারছেন না এমনকি আলুর বাজার হয়ে গেল তুঙ্গের ছায়াতে ।
তবে আলুর চড়া দামের সাথে বাজারে সকল ধরনের সবজিও চড়া দামে বিক্রি হচ্ছে। মাএ কয়েক সপ্তাহের ব্যবধানে গাজরের দাম কিছুটা হলেও কমেছে তবে বেড়েছে বরবটির দামটি। দেশে বেশিরভাগ সবজি অনেকটাই নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে।