
খেলাধুলা প্রতিবেদক : মেসি তার গোলে গোলে রেকর্ডের খাতাটি শুধু বড়ই করেন।তিনি গতবারও জিতেন স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার সেই পিচিচির ট্রফিটি।এমনকি ইউরোপের সবচেয়ে গোলদাতার পুরস্কার গোল্ডেন শু’টিও জিতেন ৬ বারে ।
মেসির সেই নেশাটি আর নেই। তাকে মাঠে নামলেই গোল করতে হবে এর কোন মানে তিনি মনে করেন না । দেশটির ক্লাব বার্সেলোনা হোক অথবা জাতীয় দল আর্জেন্টিনা, মেসি বলেন- এখন আর গোল নিয়ে মাথাব্যথা নেই আমার। তিনি তার ক্যারিয়ারের এসময় এসে একজন ‘টিম প্লেয়ার’ হতে চাইলেন।