
নিজস্ব প্রতিবেদক : দলের তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জানালেন, ‘রাজনৈতিক এবং চিন্তার দৈন্যতার কারনে জাতির জনক বঙ্গবন্ধুকে স্বীকার করতে বিএনপি ব্যর্থ এমনকি তারা অনেকেই ইতিহাস বিকৃতি করার চেষ্টা চালাচ্ছিল। তবে কোন একদিন আশাকরি সময় আসবে বিএনপি সকলেই বঙ্গবন্ধুকে স্বীকার করবে।
গতকাল ১৪ আক্টোবর জাতীয় প্রেস ক্লাবের হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) একটি আয়োজিত আলোচনাতে সভাতে তিনি এই কথা জানালেন।
আ:লীগের তথ্যমন্ত্রী জানালেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কোনো দলের নয়, তিনি সকল জাতির এমনকি উপমহাদেশ ও সমগ্র বিশ্বের বাঙালির কাছে বঙ্গবন্ধু একজন পূজনীয় নেতা। তিনি সমগ্র বাঙালির। তবে দুঃখজনক হলেও সত্য যে দলটির বিএনপিসহ কিছু রাজনৈতিক দল বঙ্গবন্ধুকে মোটেই স্বীকার করতে চায় না।
দলটির (জাগপা) সভাপতি এ কে এম মহিউদ্দিন আহম্মেদ বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান এর পরিচালনাতে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান আলহাজ শেখ সালাউদ্দিন সভাটিতে বিশেষ অতিথি ছিলেন।