Subscribe our Channel

আটোয়ারেীতে রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা চলছে

আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমনের কারণে ছাত্রীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে প্রধান শিক্ষকের পরিকল্পনা ও নির্দেশনায় সহকারী শিক্ষক, শিক্ষিকা , কর্মচারী ও ম্যানেজিং কমিটির সহযোগিতায় উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে ছাত্রীদের নিজ বাড়ীতে অভিভাবকের তত্বাবধানে মডেল টেস্ট পরীক্ষা গ্রহন শুরু করেছে। সুত্র জানায়,বিদ্যালয় কর্তৃপক্ষ গত জুন-২০২০ ইং হতে স্বাস্থ্যবিধি মেনে ছাত্রীদের নিজ বাড়ীতে অভিভাবকদের তত্বাবধানে পরীক্ষা নেয়া শুরু করে। চলতি মাসেও ৬ষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত মোট ৩১৬ জন ছাত্রীর শ্রেণি ভেদে বিভিন্ন বিষয়ের মডেল টেস্ট পরীক্ষা গ্রহণ চলছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের পরীক্ষা গ্রহনের পদ্ধতির কথা শুনে ইতিমধ্যে অন্যান্য ২/১টি শিক্ষা প্রতিষ্ঠান এ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ শুরু করেছে। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং আমাদের উদ্যোগ, চেষ্টা ও পরিশ্রম সার্থক হবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীর বাড়িতে অভিভাবকদের তত্বাবধানে পরীক্ষা গ্রহনের বিষয়টিতে এলাকার সুধি সমাজ স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *