
আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাজেদুর রহমানের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ,আটোয়ারী শাখার আয়োজনে বৃহস্পতিবার(২২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিদায়ী সহকারী শিক্ষা অফিসারকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ,আটোয়ারী শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান। শহীদ মুক্তিযোদ্ধা সৈয়দ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ কুমার পালের সঞ্চালনায় বিদায়ী সহকারী শিক্ষা অফিসার মাজেদুর রহমানের আটোয়ারীতে কর্মকালীন কর্ম দক্ষতার বর্ননা দিয়ে এবং কর্মজীবনে পদোন্নতি সহ পরিবার পরিজনের সুস্বাস্থ্য কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। স্মৃতিচারণ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম, সাবেক উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ ,সহকারী শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়, জেলা পরিষদ সদস্য মোঃ মাজেদুর রহমান বকুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর আলহাজ্ব মোঃ রুহুল আমিন প্রধান (মানিক), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী শাখার সাধারন সম্পাদক মোঃ তৈমুর রহমান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সহকারী শিক্ষা অফিসার মোঃ মাজেদুর রহমান ও তার বাবা আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে আবগ আপ্লুত হয়ে বক্তব্য রাখেন। আলোচনা শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে অতিথিবৃন্দ বিদায়ী সহকারী শিক্ষা অফিসারের হাতে সম্মাননা স্মারক সহ উপহার সামগ্রী তুলে দেন।