Subscribe our Channel

আটোয়ারীতে সেমিনার ‘ভার্সিটি কথন ’ অনুষ্ঠিত

আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু স্বপ্নসারথিদের এবং সকল শিক্ষার্থীদের দিক নির্দেশনামুলক সেমিনার ‘ ভার্সিটি কথন’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অফ আটোয়ারীর আয়োজনে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ হলরুমে সেমিনার ‘ভার্সিটি কথন’ অনুষ্ঠিত হয়। প্রায় শতাধীক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু স্বপ্নসারথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক আলোচনা করেন মোঃ হাসান মাহমুদ বিপুল(বেরোবি), মহিরুল ইসলাম ( ঢাবি), আরিফুজ্জামান ( ঢাবি), রুমানা (রাবি), মারুফ(ঢাবি), পল্লব (রমেক) প্রমুখ। আলোচকরা বলেন, শিক্ষার্থীদের মাঝে আশার বীজ বপন করার উদ্দেশ্যে এবং তাদের স্বপ্নকে সত্যিকার অর্থে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই ঐকান্তিক প্রচষ্টা। আমরা বিশ্বাস করি করোনা মহামারির এই সংকটপূর্ণ অবস্থায় ও তাদের পড়ার গতি কিছুটা হলেও বেগবান পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *