Subscribe our Channel

আটোয়ারীতে যুব মহিলাদের পাপোশ তৈরীর প্রশিক্ষণ চলছে

আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্থ যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে পাপোশ তৈরীর সক্ষমতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী(জাইকা)’র সহযোগিতায়, উপজেলা পরিষদের আয়োজনে এবং মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে উপজেলার কলেজ মোড় ধাইধাই পাড়া পাকা সড়ক সংলগ্ন এলাকায় পাপোশ তৈরীর প্রশিক্ষণ চলছে। প্রকল্পের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম জানান, সম্প্রতি পাপোশ প্রশিক্ষণ কর্মসুচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। সুদক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনের শুরুতেই প্রথম ব্যাচে ২৫জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষনের মেয়াদ ২০দিন। এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মুজিব বর্ষে উপজেলা পরিষদ পাপোশ তৈরী প্রশিক্ষনের উদ্যোগ গ্রহন করেছেন। এলাকায় যেন কেহ বেকার না থাকে। পাপোশ তৈরী করে বেকার মহিলারা কমপক্ষে নিজের পরিবারটাকে যেন সাবলম্বী করতে পারে এজন্যই প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষ হলে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষনার্থীরা বলেন, আমরা কয়েকদিনের প্রশিক্ষনেই পাপোশ তৈরীর কাজ অনেকটা শিখেছি। প্রশিক্ষণ শেষে আমরা নিজেই নিজের ঘরে বসে পাপোশ তৈরী করতে পারবো। তবে প্রশিক্ষনার্থীরা প্রশিক্ষণ শেষে তাদের সাবলম্বী করতে প্রথমে সরকারের সহযোগিতা কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *