
আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফেনসিডিল সহ ২ মাদক ব্যসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে আটোয়ারী থানা পুলিশ। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিক নির্দেশনা মতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এসআই মোকারম, এসআই প্রদীপ, এএসআই রাশেদুল ও কয়েকজন কনোস্টবলসহ পুলিশের একটি চৌকশ দল মাদক বিরোধী বিশেষ অভিযানে অংশ নেন। বৃহস্পতিবার সন্ধায় অভিযান পরিচালনার সময় আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া এলাকার সোনাই মোনাই পুকুরের পাশে উত্তর দিকে কাঁচা রাস্তায় সন্দেহজনক দুই আরোহী সহ একটি মটর সাইকেল আটক করে তল্লাশী চালিয়ে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ফেনসিডিল ব্যবসায়ীরা হলো উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী কলোনীপাড়া গ্রামের পরেশ চন্দ্র বর্মনের পুত্র বিজয় চন্দ্র বর্মন (২৬) ও একই ইউনিয়নের বামনকুমার পাইকপাড়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র মোঃ কাউছার আলম(১৯)। এসআই মোকারম জানান, অভিযান পরিচালনার সময় সন্দেহ হলে তল্লাশী চালিয়ে মটর সাইকেলের টুল বক্স থেকে ৮ বোতল ফেনসিডিল এবং কাউছার আলমের প্যান্টের পকেট থেকে ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, ২৭ আগস্ট সন্ধায় আটোয়ারী থানা পুলিশের মাদক বিরোধী এক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী সহ নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে এবং মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ফ্রিডম মটর সাইকেল, তিনটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। আটককৃতদের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করে শুক্রবার(২৮ আগস্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।