Subscribe our Channel

আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি  :
 
পঞ্চগড় ডিবি পুলিশের অভিযানে আটোয়ারীতে ৩৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধায় পঞ্চগড় ডিবি পুলিশের মাদক বিরোধী এক অভিযান পরিচালনা কালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছোটমালিগাঁও গ্রামের মৃত আফাজ উদ্দীনের পুত্র মাদক ব্যবসায়ী আলী হোসেন ( ইয়াছিন) (৩৮) কে ছোট মালিগাঁও মসজিদ সংলগ্ন এলাকা হতে ভারতীয় আমদানি নিষিদ্ধ ঘোষিত ৩৫ বোতল ফেনসিডিল সহ ডিবি পুলিশ আটক করতে সক্ষম হয়। ডিবি পুলিশ কর্তৃক আটককৃত ফেনসিডিল সহ ফেনসিডিল ব্যবসায়ী আলী হোসেনকে আটোয়ারী থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ডিবি পুলিশ কর্তৃক ফেনসিডিল সহ মাদকব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় নিয়মিত মামলা রুজু করে আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যার মামলা নং-১৪, তারিখ: ২৪/০৯/২০২০ ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *