
আব্দুল করিম,আটোয়ারী(প গড়) প্রতিনিধি ঃ উন্নত স্যানিটেশন নিশ্চিত করি- করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি ” প্রতিপাদ্য বিষয় নিয়ে প গড়ের আটোয়ারীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সোমবার ( ১৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানস কুমার রায়, উপজেলা প্রকৌশলী মোঃ জাকিউল আলম, সহকারী শিক্ষা অফিসার মাজেদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবসের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী হৃষিকেশ চন্দ্র রায়। আলোচনা শেষে হাত ধোয়ার কলাকৌশল প্রত্যক্ষভাবে প্রদর্শন করা হয়।