Subscribe our Channel

আটোয়ারীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন

আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :  “ নাগরিক অধিকার করতে সুরক্ষন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা রুমি আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।জন্ম নিবন্ধনের গুরুত্ব ও আমাদের করণীয় বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। বক্তারা বলেন, যেহেতু বর্তমানে জন্ম নিবন্ধন জীবনের চলার পথে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন হয় সেহেতু নিজ দায়িত্বে জন্ম নিবন্ধন করা প্রয়োজন। জন্ম নিবন্ধনে অনেকে বয়সের কারচুপি করে থাকে এটা পরিহার করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *