
আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
মহামারী করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে বেশী বেশী করে সাবান পানি দিয়ে হাত ধোয়ার উদ্দেশ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হতে প্রাপ্ত সাবান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম বা মুয়াজ্জিন এবং মাদরাসার প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে সাবান বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ রাশেদুল হক, মডেল কেয়ারটেকার কসিবুল আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ বিভিন্ন মসজিদ ও মাদরাসার ইমাম, মুয়াজ্জিন ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ফিল্ড সুপারভাইজার বলেন, কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধের কথা চিন্তা করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হতে ৫৩৫ টি লাক্স সাবান প্রাপ্ত হয়ে উপজেলার বিভিন্ন মসজিদ মাদরাসায় বিতরণ করা হচ্ছে।