
আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
“ কোভিড-১৯ সংকট ; স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভুমিকা ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ভার্চুয়াল পদ্ধতিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ০৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভার্চুয়াল পদ্ধতিতে শ্রেণিভেদে চিত্রাংকন, রচনা, সুন্দর হাতের লেখা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহন করতে দেখা গেছে। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। সহকারী উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়ের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছাইফুল আলম। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।#