Subscribe our Channel

আটোয়ারীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আব্দুল করিম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :   পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, জুয়া, মলম পার্টি,চুরি, ছিনতাই, মারামারি, নারী নির্যাতন, বাল্য বিয়ে, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলোচনা সহ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সকল প্রকার অপরাধ প্রতিরোধে আমাদের করনীয় সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি মোঃ ইজার উদ্দীন, গিরাগাঁও ও বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমন্ডারদ্বয়, বলরামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী,ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মোঃ সইফুজ্জামান বিপ্লব, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ। বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সম্প্রতি উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের যানজট ও বিশৃঙ্খলা অনেকটা দুর হয়েছে। এতে বাজারের ক্রেতা বিক্রেতা সহ পথচারীরা স্বস্তির নিশ্বাস ফেলছে। অপরদিকে আটোয়ারী থানা পুলিশ সম্প্রতি বিভিন্ন জনের হারিয়ে যাওয়া ৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছেন। উপজেলা আইন শৃঙ্খলা কমিটিতে উপজেলা প্রশাসন ও আটোয়ারী থানা পুলিশ প্রশংসিত হয়েছেন।বক্তারা বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আটোয়ারী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উপজেলার সকল প্রকার অপরাধ দমনে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ সবার সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *