Subscribe our Channel

এস এম শিমুল রানা নিজস্ব প্রতিনিধি:
মাগুরা আজ শহরের  জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই পিন্টু খন্দকার (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান গৃহ নির্মাণের কাজে মতের মিল না হওয়ায় রড দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা রাজমিস্ত্রিরা জানায়, সিলিংয়ের পাইপ ফেলা নিয়ে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে রেন্টু খন্দকার তার ভাই পিন্টু খন্দকারকে ধাক্কা মেরে ফেলে দেয় পরবর্তীতে রেন্টু খন্দকার তার ভাইকে রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তিনি জ্ঞান হারায় । পরে স্থানীরা গুরুতর আহত অবস্থায় ২৫০শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ হত্যকাণ্ডের বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নুল আবেদীন জানান, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ।
উল্লেখ্য,গত পনেরোই জুন পিন্টু খন্দকার ফেসবুক স্ট্যাটাস দিয়ে সবাইকে জানালেন “আমাদের স্বপ্নের বাড়ির কাজ চলছে”, সবার কাছে দোয়া চাইলেন, কিন্তু এই স্বপ্নের বাড়িই যে পিন্টু খন্দকারের জীবনে কাল হবে কে জানতো? মাগুরা সদর থানার সামনে, কাউন্সিল পাড়ার মৃত খন্দকার আমিনুল ইসলামের সেজো ছেলে পিন্টু খন্দকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *