
নিজস্ব প্রতিবেদক : আজ স্টিফেন এডওয়ার্ড বিগান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন ডেপুটি সেক্রেটারি ৩ দিনের সফরে বুধবার বিকেলে ঢাকায় নামছেন। তবে এর আগে তিনি সোমবার থেকেই নয়াদিল্লি সফরে আছেন। আজ তিনি নয়াদিল্লি থেকে বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় নামছেন।
এমতাবস্থায়, স্টিফেন বিগান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন দ্বিতীয় শীর্ষ ব্যক্তি। তিনি যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মাইক পম্পেওর পরের স্থানে তার অবস্থান। এ সময়ের সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম বাংলাদেশ সফর।