Subscribe our Channel

আগে জীবন, পরে উন্নয়ন :সালেহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক : সরকার দেশে গত জুনের ২০২০-২০২১ সালের অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছেন । এই ঘোষিত বাজেটটির রিভিউ (পুনর্বিবেচনা) করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

দেশে মহামারি করোনাভাইরাসের প্রভাবে সামগ্রিক ভাবে অর্থব্যবস্থার ওপর যে প্রভাবটি পড়েছে, তা মোকাবিলার জন্য এটি পুনরায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা উল্লেখ করেন ।  তিনি আরো বলেন, ‘আগে জীবন, পরে উন্নয়ন’।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এ সকল পরিস্থিতির মধ্যে অর্থনীতির ভবিষ্যৎ কী? তা বলা মুশকিল। কিন্তু মানুষ চ্যালেঞ্জ মেনে নিতে প্রস্তুত আছে। এটি সরকারকে অবশ্যই বুঝতে হবে। সবার আগে বাঁচাতে হবে  কৃষকের । মনে রাখতে হবে, কৃষি বাঁচলে অর্থনীতি বাঁচবে। কৃষি ছাড়া কোনোই বিকল্প আর কিছুই  হতে পারে না।  এবং আগামী দিনে কৃষিই গুরুত্ব পাবে সবার উপরে। সরকারের গুদামে খাদ্য পণ্য সংগ্রহ নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। এবার  কৃষক তাদের ধানের মূল্য পায়নি। সামনের দিনগুলোতে্নেএসকল সব কিছু নিয়ে  অবশ্যই ভাবা দরকার ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *