
নিজস্ব প্রতিবেদক :
এবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফির সঙ্গে কী কী বাবদ অর্থ আদায় করা যাবে তা নির্দিষ্ট করে দেয়া হবে। করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যে সকল কার্যক্রমের আয়োজন করা হয়নি, টিউশন ফিতে তা বাদ দিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।